আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান রাষ্ট্রপতি পদকে ভূষিত

স্টাফ রিপোর্টার : আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (সাহসিকতায়) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাষ্ট্রপতি (পিপিএম) পদকে ভূষিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ পদক প্রদান করা হয়।

জানা গেছে, ঢাকা রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস। এ সময় স্বারাষ্ট্র উপদেষ্টা অব. মেজর জেনারেল জাহাঙ্গীর আলমসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালে ১৬ অক্টোবর অফিসার ইনচার্জ হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেন। তিনি ও তার থানার অফিসারবৃন্দ আইনশৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে নিরলস পরিশ্রম করে আসছেন। গত ৬ মাসে থানা এলাকা থেকে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, ক্লুসেস মার্ডার মামলা, অভিযোগ মূলে ভিকটিম উদ্ধারসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রেখেছেন। এ জন্য তাকে রাষ্ট্রপতি (পিপিএম) পদকে ভূষিত করা হয়েছে। পুলিশের এটাই সর্বোচ্চ পদক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *