দর্শনা দায়িত্বশীল সমাবেশে আমীর রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  উপজেলা শাখার দায়িত্বশীল সমাবেশে চুয়াডাঙ্গা -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেছেন ছাত্র শিবির কে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। গতকাল মঙ্গলবার  বিকেল ৫টায় দর্শনা  রিসোর্টে ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা শাখা আয়োজিত জেলা সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে শিবিরের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ছাত্রশিবিরকেই দেশের সাধারণ ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে। ক্যাম্পাসে মেধার স্বাক্ষর রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। মাদকের ভয়াল ছোবল থেকে ছাত্রদের বাঁচাতে হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমাজ থেকে মাদকের মুলৎপাটন করা হবে। মাদক ব্যবসায়ীদের কে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরো বলেন, ৭১ সালর পর হতে আজ অবধি রাজনৈতিক ছত্রছায়ায় এক শ্রেণীর দেশ বিরোধী চক্র মাদকের ব্যবসা চালিয়ে এসেছে। তিনি বলেন, আর মাদকের ব্যবসা করতে দেয় হবেনা। সমাবেশে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যানের দর্শনা থানা আমীর মহসিন এমদাদ জামেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম,দামুড়হুদা উপজেলাসহকারী  সেক্রেটারি রফিকুল ইসলাম, আবু জর গিফারী, যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *