আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা মাঠে বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তোতা মিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আমেরিকার নিউইয়র্ক থেকে বাংলাদেশে পৌছেছে সকালের দিকে। সন্ধায় আলমডাঙ্গায় প্রথমে নিজ বাড়ীতে লাশ নিয়ে আসলে তার আত্মিয় স্বজন, প্রতিবেশি গন একনজর দেখতে ছুটে আসে। এশার নামাজের পর দারুসসালাম ঈদগাঁ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক এমপি প্রার্থী শরিফুজ্জামান শরিফ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস পদপ্রার্থী অ্যাড, মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌঁছে বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, আলহাজ্ব আহমেদ আলী, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব হারুনার রশিদ, সাবেক এডিশনাল আইজিপি আলহাজ্ব শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ বেল্টু, সাংবাদিক হামিদুল ইসলাম আজম, জগলুল ইসলাম টপি,মহিলা কলেজের শিক্ষক মন্ডলি, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সহ আলমডাঙ্গার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মাহনা বন্ধু সমিতির সদস্য শামসুজ্জোহা সাবু, ডা. আজিজুল হক সোমা, জামাল হোসেন, আব্দুল খালেক,ব্যাংকার মানোয়ার হোসেন, মাহমুদুল কাউনাইন, সহকারি অধ্যাপক আব্দুল মজিদ সহ বন্ধু সমিতির সকল সদস্য। সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, হাজী আব্দুল খালেক,হাজী জনিরুদ্দিন, হাজী শফিউদ্দিন, আলী আকবর আকু, সহকারি অধ্যাপক আবু সাইদ কচি, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সহকারি অধ্যাপক আসিফ জাহান, সহ বড় মসজিদের মুসুল্লি, কাচারি মসজিদের মুসুল্লি, থানা মসজিদের মুসুল্লি,কাঁচা মাল ব্যাবসায়ি বৃন্দসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলমডাঙ্গা আলিফউদ্দিন রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মান্নান মিয়ার মেজছেলে বিশিষ্ট কাচামালের আড়তব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তোতা মিয়া, দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রন্ত হয়ে আমেরিকার মাউন্ট সাইনাস হাসপাতালে গত ৩১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টা ১৮ মিনিটে ইন্তেকাল করেছিলেন। মৃত্যু কালে স্ত্রী, কন্যা,মা,দুই ভাই,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানাজার নামাজ পড়ান কাচারি মসজিদের ইমাম মওলানা আলহাজ্ব আব্দুল কাদের।জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।এর আগে বাদ মাগরিব গোবিন্দপুর গ্রামের মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুজ্জামান রাজা মাষ্টারের স্ত্রী ও ব্রিগেডিয়ার খন্দকার সুজার মাতার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে দারুসসালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।



