স্টাফ রিপোর্টার:মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত রবিবার বিজিবি পৃথক অভিযান চালিয়ে যশোর ও গাজীপুর জেলার ৯ নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬০/৭৪-আর হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা গ্রামে নায়েব সুবেদার আছাদুর রহমান এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ নারী। পুরুষ তরিকুল ইসলাম(৩৬) ও ইউসুফ আলী(৪০) যশোর জেলার কালিয়া থানার খজরিয়া গ্রামে।
অপরদিকে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬০/২৯-আর হতে ১ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামে হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ অবৈধপথে ভারতে যাওযার সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে জুটন চন্দ্র নাগ (৩৮) এর বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার সেনপাড়া গ্রামে। বাকী ৩ জন নারী ও শিশু।
মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশী নাগরিক আটক
