নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:মেহেরপুরের গাংনীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাঁশাবাড়িয়া এবং গাংনী বাজারের এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান।
অভিযান সুত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামের মিজান ব্রাদাস নামের একটি প্রতিষ্ঠানে গনি গুল এর অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রি করে আসছিল। অভিযানে ওই প্রতিষ্ঠানে নকল গুল পাওয়া যায়। এ সময় নকল গুল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে গাংনী বাজারের আকমাল স্টোর এন্ড গিফট হাউজে বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম পাওয়া যায়। এছাড়াও দোকানটিতে লাইসেন্স ছাড়াই বিক্রি করা হয় শিশু খাদ্য। বিক্রি নিষিদ্ধ নাইট ক্রীম বিক্রি এবং শিশু খাদ্যের লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে জব্দ করা হয় নাইট ক্রিম।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান বলেন, সরকার নিষিদ্ধ ১৭টি কসমেটিক্স পণ্য রয়েছে। যা ব্যবহারে মুখের ক্যান্সরসহ নানা রোগ হয়। এসব পণ্য বিক্রি করা নিষিদ্ধ জেনেও দোকানে প্রদর্শণ এবং বিক্রি করা হচ্ছে। এসব পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *