চুয়াডাঙ্গায় বন্যপ্রাণী সংরক্ষণে লিফলেট-সাইনবোর্ডে জনসচেতনতা প্রচারণা

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়ানের খাড়াগোদা বাজারে প্রচারণা চালানো হয়েছে। শনিবার দুপুর ১২টা দিকে প্রচারণা চালায় সংগঠনের সদস্যরা। সামাজিক বন বিভাগ ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর যৌথভাবে প্রচারণা চলে। এসময় উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম সহকারী বন সংরক্ষক, সামাজিক বন বিভাগ কুষ্টিয়া, মিজানুর রহমান উপজেলা বন কর্মকর্তা, দামুড়হুদা। রকিব উদ্দিন  সাবেক উপজেলা বন কর্মকর্তা, চুয়াডাঙ্গা সদর এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব শিপলু। এর আগে বন বিভাগ হতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে দুইটি বড় সাইনবোর্ড প্রদান করেন। একটি সাইনবোর্ড দেওয়া হয় তিতুদহ ইউনিয়নের গিরিশনগর, অপরটি গড়াইটুপি ইউনিয়ানের খাড়াগোদা বাজারে। খাড়াগোদা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যাত্রী সাধারণ, ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা বার্তা এবং লিফলেট বিতরন করা হয়।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বন্যপ্রাণীর সাথে মানুষের সহিংসতা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে লাল তালিকাভূক্ত প্রানীগুলো আজ বড় অসহায়। বন্যপ্রাণী সংরক্ষণ এখন অতিব জরুরী। বাংলাদেশ জুড়ে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ ও সহযোগী পরিবেশবাদী সংগঠন নিরলশভাবে কাজ করে যাচ্ছে।

এসময় সহকারী বন সংরক্ষক বলেন, আমাদের দক্ষিনাঞ্চল জেলা চুয়াডাঙ্গা একটি বন্যপ্রাণী সমবৃদ্ধ জেলা। বন্যপ্রাণী দিন দিন মানুষ সম্প্রদায়ের জন্য আজ বিলুপ্তির পথে। আমরা বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান চাই। তাই আমাদের প্রচারণা। আমরা লিফলেট, ফেস্টুনের পাশাপাশি বড় সাইনবোর্ড ব্যবস্থা করছি।

বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি বলেন আমাদের সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণে।  আমাদের কাজ কে বেগবান করতে বন বিভাগের কার্যক্রম প্রশংসনীয়। আমাদের তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ানে বন্যপ্রাণী সুরক্ষার জন্য আমরা বদ্ধ পরিকর।

এসময় বন বিভাগের কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুধীমহল মনেকরেন জনসচেতনতাই পারে বন্যপ্রাণীর সুরক্ষিত রাখতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *