মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গাংনীতে গণমিছিল করেছে বিএনপি। শনিবার বিকেলে মেহেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে বাঁশবাড়িয়া থেকে একটি বিশাল মিছিল বের হয়ে গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতি মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনসহ গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দরা।



