নব নির্বাচিত রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির সদস্যরা মো: শরীফুজ্জামান শরীফের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এই শুভেচ্ছা জ্ঞাপনকালে মো: শরীফুজ্জামান শরীফ রেড ক্রিসেন্টের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের নিঃস্বার্থ মানবসেবার প্রশংসা করেন। রেড ক্রিসেন্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটি হলো মানবতার সেবার এক উজ্জ্বল প্রতীক। আপনারা যেকোনো দুর্যোগে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। আপনাদের এই নিঃস্বার্থ সেবার মানসিকতা দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। আমি বিশ্বাস করি, রাজনীতি কেবল ক্ষমতা বা দলীয় প্রতীক নিয়ে নয়, এটি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোরও একটি প্ল্যাটফর্ম।’

শুভেচ্ছা জ্ঞাপনের সময় রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাড. এম. এম. শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *