স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির দুই বছর (২০২৫-২৭) মেয়াদী নির্বাচন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলেছে সুষ্ঠু ভোট গ্রহণ। এবার নির্বাচনে তিনটি প্যানেলে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গিয়েছে। নির্বাচনে ১ হাজার ৪৫৫ ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৮৭৫ জন ভোটার। যেখানে ৬০ শতাংশ ভোট পোল হয়েছে বলে জানা গেছে। ৫টি বুথে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীদের ভোট দেন ভোটাররা। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবশংশী।
নির্বাচনি ফলাফল সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির দুই বছর (২০২৫-২৭) মেয়াদী নির্বাচনে ৪৫৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিক-মিল্টু প্যানেলের রফিকুল ইসলাম পঁচা। তার প্রতিদ্বন্দ্বী হয়ে অ্যাড. সোহরাব-ছটি প্যানেলের ৩৯৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন অ্যাড. সোহরাব হোসেন।
অপরদিকে সেক্রেটারি পদে ৪৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হামিদুর-মনি প্যানেলের মো. হামিদুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী হয়ে অ্যাড. সোহরাব-ছটি প্যানেলে ৩৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি।
১৪ জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে জয়ী হয়েছেন ৫ জন কার্যনির্বাহী সদস্য। কার্যনির্বাহী সদস্য পদে সিরাজুল ইসলাম মনি ৪৯১ ভোট পেয়ে ১ম হয়েছেন, সেলিমুল হাবিব সেলিম ৪০৯ ভোট পেয়ে ২য় হয়েছেন, অ্যাড. এম এম শাহজাহান মুকুল ৩৯৫ ভোট পেয়ে ৩য় হয়েছেন, ৩৯৪ ভোট পেয়ে আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ৪র্থ হয়েছেন এবং ৩৮৪ ভোট পেয়ে মফিজুর রহমান মনা ৫ম হয়েছেন।
এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে যারা পরাজিত হয়েছেন তারা হলেন- অ্যাড. মুহাঃ রফিকুল ইসলাম (৩৫৯), মফিজুর রহমান জোয়ার্দ্দার (২১৭), সুমন পারভেজ খান (২৯১), মহলদার ইমরান (৩১৪), আশরাফ বিশ্বাস মিল্টু (২৮৭), ডাঃ আশরাফুল হক শিমুল(১৬৭), এ.বি.এম মোখছেদুল আমিন সোহাগ (৯৭) , হাজি রবিউল ইসলাম(বিকে বাবলু ৯৬) এবং আবুল কালাম আজাদ (২৩৪)।
ভোট চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও দুই আসনের মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু এবং এক আসনের মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। এসময় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ২ আসনের মনোনীত প্রার্থী জেলা আমীর অ্যাড. রুহুল আমিন ভোট কেন্দ্রে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসতে দেখা যায়।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবশংশী বলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য সব রকম প্রস্তুতি আগে থেকে নেয়া ছিল এবং সবার সহযোগীতায় এই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ মোতায়েন ছিল। নিয়োগকৃত প্রিজাইডিং ও পোলিং অফিসার ভালো ভাবে দায়িত্ব পালন করেছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব ছিলেন নয়ন কুমার রাজবংশী, নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব ছিলেন শেখ মাহমুদুন নবী, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব ছিলেন এ্যাড. এমএম মনোয়ার হোসেন ও এ্যাড মোঃ মারুফ সারোয়ার বাবু।



