স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী গণসংযোগ এখন আবেগ আর প্রত্যাশার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নে দ্বিতীয় দিনের গণসংযোগ করেন তিনি। এদিন বিকাল ৪টার দিকে আঠারোখাদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পথসভা ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এরপর তিনি অনুপনগর, নতিডাঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন চালান।
গণসংযোগে শরীফুজ্জামান শরীফ বলেন, আমার বাড়াদী ইউনিয়নের ভাই ও বোনেরা, আঠারোখাদা, অনুপনগর, নতিডাঙ্গার এই পথে পথে আমি আপনাদের যে ভালোবাসা দেখছি, এই ভালোবাসা শুধু আমার জন্য নয় এটা আপনাদের মুক্তির আকাক্সক্ষা। আপনারা জানেন, এই ভালোবাসা হলো আমাদের বিজয়ের প্রতীক! আমি যখন আপনাদের কাছে আসি, তখন বুঝতে পারি আপনারা অর্থনৈতিক কষ্ট আর ভোটাধিকার হারানোর বেদনায় ভুগছেন। এই বঞ্চনা আর চলবে না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিউল হক সালাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবদল নেতা আমানউল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক ঝন্টু, জামাল মেম্বার, আশাবুল, লিপন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু, ছোটন, মামুন, বাপ্পি প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



