দর্শনা অফিস
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। দীর্ঘ সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, যা নিয়ে এখন বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় এখন সরব রেলবাজার এলাকা। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে ৫জন, এবং অন্যান্য পদে একাধিক প্রার্থী।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২০ এপ্রিল। পরবর্তী সময়ে নানা জটিলতা ও প্রশাসনিক কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। অবশেষে, গত ২৫ মে উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। পরে ১৫ অক্টোবর প্রফেসর আজিজুর রহমানের নেতৃত্বে তফসিল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ৭টি ওয়ার্ডের মোট ৮৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে পুরো বাজার এলাকায় এখন টানটান উত্তেজনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান প্রফেসর আজিজুর রহমানের জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।



