গাংনীতে মনোনয়ন পরিবর্তন ও আ.লীগের লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুর অফিস

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ও মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়নপত্র দেওয়া দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাংনী উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী বাজার থেকে এ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন। সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, ইমন হোসেনসহ দলীয় নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের দেশটাকে অশান্ত করতে চাইছে, তাদের হুশিয়ার করে বলতে চাই পারলে রাস্তায় নামেন, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে বাংলার জনগণ তাকে আর এদেশে ঢুকতে দেওয়া হবে না। বক্তারা আরো বলেন, ১৭ বছর যে নেতা আমাদের আগলে রেখেছে সেই জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না, আগামীতে আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে। মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের ও সাধারণ জনগণের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *