দামুড়হুদার জয়রামপুরে মহিলা দলের কর্মীসভা ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

দামুড়হুদা অফিস

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়রামপুর ইয়ুথ ক্লাব মাঠ প্রাঙ্গণে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আজকে দেশের মানুষ এক কঠিন সময় অতিক্রম করছে।ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মা-বোনেরা আজ মাঠে নেমে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন,এটা আমাদের জন্য অনুপ্রেরণার।আমরা চাই-এই অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।বিএনপি কোনো দলের জন্য নয়,দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করে।তাই সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনে যে কোনো আন্দোলনে প্রস্তুত থাকার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের  প্রতি আহব্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন,আজকে আমরা একদলীয় শাসনের দুঃসময়ে বাস করছি।কিন্তু এই অন্ধকার বেশিদিন টিকবে না, কারণ জনগণ জেগে উঠেছে। দেশের প্রতিটি ঘরে এখন পরিবর্তনের হাওয়া বইছে।ইউনিয়ন-ওয়ার্ডের চা দোকান,পাড়া-মহল্লায় আমাদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। মহিলা দল হচ্ছে বিএনপির মেরুদণ্ডের অংশ-আপনারা ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করুন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন,ধানের শীর্ষে ভোট চান।আমাদের লক্ষ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।

হাউলী ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃইউসুফ আলী,সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম সামু, মহিলা দলের নেত্রী রাবেয়া, শিউলী,খোদেজা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *