মেহেরপুর অফিস
ইতিপূর্বেও ভোট ছিনতাইয়ের অপচেষ্টা চালানো হয়েছে এখনো ষড়যন্ত্র চলছে, কেউ কেউ পিআর পদ্ধতি আগে চাচ্ছে কিন্তু জনগণ জাতীয় নির্বাচন আগে চাই। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেছেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মাসুদ অরুন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে ভোটের আগ দিন পর্যন্ত যুদ্ধ করে যাবেন। মেহেরপুরের জনগণের প্রতি ভালোবাসা রয়েছে বলেই তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, এতে কেউ পেছন থেকে ছুরি মারলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে এর পূর্বে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেসা নয়নসহ বিএনপি নেতৃবৃন্দ। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে।



