স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। শনিবার বিজিবি তাদেরকে আটক করে। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু। এছাড়া পৃথক অপর অভিযানে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮-বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার দুপুর ১ টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র মেইন পিলার-৭৩/১-এস এর নিকট সিংনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ সাতক্ষীরা জেলার আশাশুনি থানার হোসেনপুর গ্রামের দীপংকর কুমার সরকার (৩৩)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



