চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
‘মাননসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী মো. সাকিরুল ইসলাম ও ড্রাফটম্যান মো. সালাউদ্দিন এবং ড্রাইভিং প্রশিক্ষক ও নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রীজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে নিরাপদ চলাচল বিষয়ে আলোচনা করা হয়। এতে বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *