স্বপ্ন সোপান ব্লাড ব্যাংকের ২০০তম রক্তদান উদযাপন তিতুদহে পুনর্মিলনী ও বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

তিতুদহ প্রতিনিধি

“স্বপ্ন সোপান” চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। “সুন্নাতি চেতনায় মোরা কুসুমিত তরুণদল” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ইউনিয়নব্যাপী ইসলামী চেতনার বিভিন্ন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এলাকার মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে যাচ্ছে ‘স্বপ্ন সোপান’ এর অংগসংগঠন “স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক। বড়শলুয়া গ্রামের ডা. কনক রেজা অংকন ১২ই নভেম্বর,২০২৪ তারিখে “স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক” টি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বড়শলুয়ার মুস্তাফিজুর রহমান (জনি)। এছাড়াও পরিচালনার দায়িত্বে আছেন তানসির আহম্মেদ, সাবিত হোসেন, লাবু ইসলাম, শাহীন রেজা, সাজ্জাদুর বাপ্পি, আবুজার, আকাশ রানাসহ আরো অনেকে।

‘মূমুর্ষূ রোগীর প্রানের টানে, এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে ১৩ই নভেম্বর ২০২৪ ইং তারিখে সংগঠনটি প্রথম ব্লাড ডোনেট করে এরপর থেকে সংগঠনটি এলাকার মানুষের রক্তের প্রয়োজনে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৭ই নভেম্বর ২০২৫ইং তারিখে সংগঠনটি ২০০তম ডোনেশন পূর্ণ হয়েছে। ২০০তম রক্তদাতা শারমিন তিশা (গ্রাম-বোয়ালিয়া)।

উক্ত দিনটিকে আনন্দ উদযাপনের জন্য ‘স্বপ্ন সোপান’ গতকাল আয়োজন করে “পূনর্মিলনী এবং বিনামূল্যে বৃক্ষবিতরণ কর্মসূচি”। সংগঠনের কর্মী ও রক্তদাতাদের উপস্থিতিতে কেক কাটা এবং ৫০টি ফলজ গাছ বিতরণের মাধ্যমে উক্ত আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা, ডা.কনক রেজা অংকন বলেন, “আমাদের ‘স্বপ্ন সোপান’ এবং ‘স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক”  উভয় সংগঠন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং সামনেও কার্যক্রম অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। আমি ব্লাড ব্যাংকের সকল রক্তদাতা এবং সংগঠনের দায়িত্বশীল সকল কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এবং সামনেও এভাবেই মানবতার সেবায় কাজ করে যাওয়ার আহবান জানাচ্ছি। সংগঠনের পরিচালক, মুস্তাফিজুর রহমান (জনি) বলেন, মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত। আগামী বছরের মধ্যেই আমরা ৫০০তম ডোনেশন পূর্ণ করার লক্ষ্যে অবিচল। চুয়াডাঙ্গা জেলার ভিতর যেকোনো সময় যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইন শা আল্লাহ। ০১৮৬৩-২৫০০৪৮(জনি), ০১৯৫৬-৯২৩৯৬৭(সাবিত), ০১৭৬৫-৭১৫৩৯৭(আবুজার), ০১৯০৪-৯২৩৪৯৯(লাবু)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *