আলমডাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশন অফিস থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নাটোর জেলার বাগাতিপাড়া থানার হাট গোবিন্দপুর গ্রামের শামীম হোসেন (৩৬) হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসার হিসেবে কর্মরত। গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ব্যবহৃত ঐবৎড় ঝঢ়ষবহফড়ৎ ১০০পপ মোটরসাইকেলটি অফিসের বারান্দার ভেতরে রেখে জরুরি কাজে বাসায় যান। পরে বিকাল ৪টার দিকে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করেন ও তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে  সাগর আলী (২১) কে গ্রেফতার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *