সার নিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে  মুন্সীগঞ্জ পশুহাটে যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবক রাসেল ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ করেছেন রনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কান্তপুর ব্রীজমোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে। আহত রনি আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ফকিরপাড়ার মহিউদ্দিনের ছেলে।

আহত রনি বলেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গোহাট সংলগ্ন সার বিক্রয়কেন্দ্রে সার নিতে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় রাসেল আমার সামনে দাঁড়ালে আমি তাকে পেছনে যাওয়ার অনুরোধ করি। এ নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহামুদ রবিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে রনি গুরুতর জখম হন। সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. তন্ময় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *