আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁচামারী গ্রামের বড়জোলা মাঠ থেকে চুরি যাওয়া একটি পাওয়ারটিলার উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় এক চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাঁচামারী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২১) তার পাওয়ারটিলার দিয়ে আলমডাঙ্গা উপজেলার বাঁচামারী গ্রামের বড়জোলা মাঠে জমি চাষ করেন। কাজ শেষে পাওয়ারটিলারটি বেগুন গাছের খড়ি দিয়ে ঢেকে রেখে তিনি বাড়ি ফিরে যান। পরদিন ৪ নভেম্বর মঙ্গলবার ভোরে হেলাল উদ্দিন মাঠে গিয়ে দেখেন তার পাওয়ারটিলারটি নেই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। এর পরে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার সঙ্গে জড়িত আসামি বাচাঁমারী গ্রামের মৃত ভুট্টা মিয়ার ছেলে লাল্টু মিয়া (৩৬) গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম বলেন, ঘটনার পরপরই আমরা গুরুত্বসহকারে তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া পাওয়ারটিলার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।



