স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজ সন্নিকটে (বোয়ালমারী মাঠের ইট ভাটার কাছে) গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রীজের নিকট ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতদল নগদ ২১ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে হাজরাহাটি গ্রামের রকিবুলকে পুলিশ আটক করেছে। এছাড়াও ডাকাতি ঘটনায় জড়িত আরো ৩ জন ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার সময় ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে সড়কে গাছ ফেলে ডাকাতি করছিল। এ সময় আলমডাঙ্গা থেকে ২টি মোটরসাইকেল যোগে ২ ব্যক্তি চুয়াডাঙ্গা ফিরছিলো। পথিমধ্যে বাদশা ফয়সালসহ আরেক ব্যক্তিকে গতিরোধ করে। পরে তাদেরকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই জনের কাছ থেকে নগদ ২১ হাজার টাকা ও ২টি মোবাইল সেট কেড়ে নেই। টহল পুলিশ বিষয়টি জানতে পেরে এগিয়ে গেলে কৌশলে ডাকাতদল পালিয়ে যায়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সকাল থেকেই অভিযানে নামেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার হাজরাহাটি থেকে এনামুলের ছেলে রকিবুলকে আটক করা হয়। উদ্ধার করা হয় ডাকাতির সাড়ে ১৭ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে রকিবুল জানিয়েছে সে সহ চারজন রাস্তায় গাছ ফেলে ডাকাতি করেছে। বাকী আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।



