অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ নারী-পুরুষ আটক, গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ১ জন নারী। এছাড়াও অপর একটি অভিযানে গাঁজা উদ্ধার করা হয়।

                মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, বুধবার রাত ১০টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৯/এম এর নিকট কালা গ্রামে হাবিলদার মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

                অপরদিকে বুধবার বিকাল ৫টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ আব্দুল কাদিরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর এর নিকট হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ মাসুদ এলাহীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ১ জন পুরুষ। আটক পুরুষ সদস্য  বিশ্বজিৎ বিশ্বাস, কুষ্টিয়া জেলার খোকসা থানার ঈশ^রদী গ্রামের  বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।

আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *