আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই এসএম নিয়ামুর হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে।।থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নাশকতা ও আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। সম্প্রতি এলাকায় নাশকতা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ মেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার ছেলে মোঃ সোহাগ আলী (৪২), একই গ্রামের মৃত আইব আলী বিশ্বাসের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৬০), হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত হাউস আলীর ছেলে মোঃ শামসুল হক (৪৫)। গ্রেফতার করে আসামিদের গতকাল চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।



