চুয়াডাঙ্গার খেজুরা গ্রামে মাসুদ পারভেজ রাসেলের পথসভা

‎স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার খেজুরা গ্রামে মাসুদ পারভেজ রাসেলের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খেজুরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলা শাখার উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড সভাপতি আলী আকবর জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত এমপি প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
‎পথসভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক আশিরউদ্দীন, চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমীর মাহবুব আসিক শফি, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আশিরউদ্দীন বিশ্বাস ইমরান, পদ্মবিলা ইউনিয়ন আমীর আসমান আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *