মেহেরপুর অফিস
মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর বড়বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ। তিনি বলেন, মেহেরপুর-১ আসনে যেভাবে মনোনয়ন দেয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।



