স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র ৩নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে সাময়িক বহিষ্কৃত জাহিদুল ইসলাম সোহেল চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন। এ আবেদনে তার সাংগঠনিক অতীত কর্মকান্ডের বিষয়ে ভুল বোঝাবুঝিতে ক্ষমা প্রার্থনা করেন। এ আবেদনপত্রেই সুপারিশের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন।



