স্টাফ রিপোর্টার
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করে। এদের মধ্যে ২ জন নারী, ১ জন পুরুষ ও ১ জন শিশু। এছাড়াও পৃথক আরো ৫টি অভিযানে ফেন্সিডিল, সিরাপ ও মদ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৩/এম এর নিকট সন্তোষপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এম এর নিকট হালদারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত ১টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/২-এস এর নিকট মকরধ্বজপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। এদিকে ভোর রাত ৫টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৩-এস এর নিকট হরিহরনগর ও মেদিনীপুর এলাকার মধ্যবর্তী খালপার নামক স্থানে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/১-এস এর নিকট নতুন পাড়া গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ৯ বোতল ভারতীয় মদ ও ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার মোঃ তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটক পুরুষ আলম গাজী (৪১) যশোর জেলার কেশবপুর থানার বরণডালী গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর এর নিকট হুদাপাড়া গ্রামের নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশরে সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।



