জীবননগর অফিস
জীবননগর উপজেলার মানিকপুর জামে মসজিদে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মসজিদ থেকে তিনটি ব্যাটারি ও একটি এমপ্লিফায়ার সেট চুরি হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
মসজিদের মুসল্লিরা জানান, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। যোহরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিতে গেলে তিনি দেখতে পান ব্যাটারি ও এমপ্লিফায়ার সেট নেই।
মসজিদ কমিটির সভাপতি মো.মিজানুর রহমান বলেন- এ ধরনের ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। মসজিদের জিনিসপত্র চুরি হওয়াটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, প্রশাসন দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিক।
মুয়াজ্জিন মো. নজির আহমেদ জানান, বুধবার সকালে ফরজের নামাজ আদায় করে আমি বাড়ি চলে যাই। দুপুরে যোহরের নামাজের আজান দিতে এসে দেখি মসজিদের তিনটি ব্যাটারি আর এমপ্লিফায়ার সেট চুরি হয়ে গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে মুসল্লিদের জানাই।
এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



