আব্দুর রহমান অনিক, দর্শনা
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ভোট। ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে বাজারে শুরু হয়েছে সরগরম প্রচারণা। আগামী ১৪ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও ৭টি সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন উপলক্ষে বাজারের প্রতিটি মোড়ে-মোড়ে টানানো হয়েছে প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত ডিজিটাল পোস্টার-ব্যানার। প্রার্থীরা দলবদ্ধভাবে এবং এককভাবে হ্যান্ডবিল বিতরণ করছেন, ভোট ও দোয়া চাইছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে জোর প্রচারণা। ২০১৮ সালের ২০ এপ্রিল সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নানা জটিলতায় নির্বাচন বন্ধ ছিল। গত ২৫ মে উপদেষ্টা পরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে ৮৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তফসিল অনুযায়ী, গতকাল মঙ্গলবার ৪ নভেম্বর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে তারিকুল ইসলাম জুয়েল চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অপর প্রার্থী লুৎফর রহমান মই, তোফাজ্জেল হোসেন প্রতীক পেয়েছেন চেয়ার। সহসভাপতি পদে রিন্টু জামান মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপর প্রার্থী আবুল বাসার মোরগ, আরিফুল ইসলাম জয়নাল কলস। সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুর রহমান বাবু চাঁদতারা প্রতীকে অপর প্রার্থী রিয়েল ইসলাম লিওন ছাতা, সেলিম মেহমুদ লিটন বাই সাইকেল , নাসির উদ্দিন খান হাসু সূর্যমুখী ফুল ও আনোয়ার হোসেন রতন প্রজাপতি। সহসাধারণ সম্পাদক পদে শরিফুল আলম আনারস প্রতীকে ও আবিদ হাসান রিফাত হরিণ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিল্লাল হোসেন টিউবওয়েল প্রতীকে অপর প্রার্থী মিজানুর রহমান দেয়াল ঘড়ি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দপ্তর সম্পাদক পদে সোহাগ হোসেন টেবিল, মোঃ কালু হারিকেন ও মতিয়ার রহমান গাড়ীর চাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।



