আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে অসুস্থ মনসুর আলীর পাশে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী প্রচারণার ব্যস্ততা তুঙ্গে। মনোনয়ন পাওয়ার পর প্রথম নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে অসুস্থ্য কর্মীকে দেখতে গিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শরীফুজ্জামান শরীফ। মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলীর বাড়ি বাঁশবাড়িয়া গ্রামে ছুটে যান মোঃ শরীফুজ্জামান শরীফ।

জানা যায়, মনসুর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। প্রিয় নেতা মো: শরীফুজ্জামান শরীফের অপ্রত্যাশিত আগমন তাঁকে ও তাঁর পরিবারকে আবেগাপ্লুত করে তোলে। প্রার্থীর এমন সংবেদনশীলতা উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক গভীর আবেগ ও আস্থার জন্ম দিয়েছে। এ সময় অসুস্থ মনসুর আলীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মো: শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘মনসুর আলী আমাদের দলের জন্য, ধানের শীষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা যারা মাঠে আছি, তারা সবাই একটি পরিবারের মতো। বিএনপি পরিবারে কেউ একা নয়। এই যে আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন আমি এই সব কিছুর খবর রাখি।’

তিনি আরো বলেন, ‘আজ মনসুর আলী অসুস্থ। আমাদের এই বিজয়ের সংগ্রামে তাঁর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনসুর আলীর পরিবারের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, কর্মীই আমাদের মূল শক্তি। আপনারা চিন্তা করবেন না। এই ভালোবাসার বাঁধন নিয়েই আমরা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনব।” এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *