রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি হীরন বিশ্বাস যুব সমাজকে মাদকমুক্ত করতে ও খেলাধুলার প্রতি আকর্ষন বাড়াতে খেলোয়াড়দের মাঝে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরন করেছেন। মঙ্গলবার বিকালে কুতুবপুর হাইস্কুল মাঠে কুতুবপুর ফুটবল টিমের জন্য একসেট উন্নত মানের জার্সি উপহার দেন।
হীরন বিশ্বাসের উপহারের জার্সি খেলোয়াড়দের মাঝে তুলে দেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সভাপতি ও সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজী। হীরন বিশ্বাস মুঠোফোনে জানান পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গ্রামে জার্সি ও ক্রীড়া সামগ্রি দেয়া হবে। আমি প্রবাসে থাকলেও আমার মন সব সময় পড়ে থাকে আমার এলাকার প্রতি। এ সময় ফুটবলার বিপুল হাসান হ্যাজী বলেন হীরন বিশ্বাসের এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। সে যেভাবে খেলোয়াড় ও যুবসমাজের পাশে রয়েছে তা সত্যিই প্রশংসিত হবারই বিষয়।



