স্টাফ রিপোর্টার
জীবননগর অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গত সোমবার রাত ৯টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র মেইন পিলার-৭১/৭-এস এর নিকট ছটাংগাপাড়া গ্রামে হাবিলদার মোঃ মনির হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৭০-এমপি এর কাছে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।



