চিৎলা ইউনিয়নে গণসংযোগে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে সোমবার দিনভর চলল এক উৎসবমুখর গণসংযোগ। দিনভর হাতে হাতে ধানের শীষ প্রতীক, ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর ছিল ইউনিয়নের প্রতিটি রাস্তা। জেলার রাজনীতির পরিচিত মুখ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নিজে মাঠে নেমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন আর পথসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় চিৎলার বিভিন্ন এলাকায় জনতার ঢল দেখে বোঝা যাচ্ছিল- বিএনপির জনপ্রিয়তা এখনো তৃণমূলেই সবচেয়ে দৃঢ়। নারীরা ঘরের কাজ ফেলে, তরুণরা পড়ার টেবিল ছেড়ে, বৃদ্ধরা লাঠি হাতে শরীফুজ্জামান এক নজর দেখতে ঘর থেকে বের হন।

এসময় এক পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রিয় চিৎলার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের মাঝে এসেছি নেতা হয়ে নয়- এই মাটিরই সন্তান হিসেবে। আপনাদের হাসি, কান্না, কষ্ট, আশা, সবকিছু আমার নিজের পরিবারের মতো। দীর্ঘদিন ধরে আমরা দেখছি, মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে। কৃষকের ধান মাঠে পচে যাচ্ছে, শ্রমিকের ঘামে যে দেশ গড়ে উঠেছে, সে শ্রমিক আজ দিশেহারা। তরুণেরা চাকরি পাচ্ছে না, মায়ের চোখের পানি শুকাচ্ছে না। আমি এই চিৎলার মাটিতে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই- আমরা এই অবস্থা পরিবর্তন করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতীক ধানের শীষ কেবল একটি নির্বাচনী চিহ্ন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের প্রাণ। এই প্রতীকে লুকিয়ে আছে মানুষের অধিকার, স্বাধীনতা, ন্যায়বিচার এবং সমতার প্রতিশ্রুতি। ধানের শীষ মানে আমাদের কৃষক, আমাদের মজুর, আমাদের মা-বোনের হাসি। এই প্রতীক মানে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা চাই নিজের হাতে ভোট দিতে, নিজের ভাগ্য নিজে গড়তে।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। কেউ যদি অন্যায় করে, আমি প্রথমে প্রতিবাদ করব। কেউ যদি গরিবের হক মেরে খায়, আমি তার বিরুদ্ধে দাঁড়াব। কারণ রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার অঙ্গীকার। তাই আমি অনুরোধ করছি- আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। এই ভোট কোনো দলের জন্য নয়, এটা আপনাদের নিজের অধিকারের ভোট।’

তিনি আরও বলেন, ‘আমি জানি চিৎলার মানুষ অন্যায়ের সামনে কখনও মাথানত করেনি। ইতিহাস সাক্ষী এই মাটির মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছে। এবারও আপনারা থাকবেন ধানের শীষের পাশে। আসুন আমরা সবাই মিলে সেই বাংলাদেশ ফিরিয়ে আনি- যেখানে মানুষ হাসবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আর প্রতিটি ঘরে ফিরবে শান্তি।’

এসময় শরীফুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদ, যুবদল নেতা ও চিৎলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বেল্টু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *