আন্দুলবাড়িয়ায় ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি

জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় বাজার পুরাতন জামে মসজিদ ক্যাম্পাসে আলোচনাসভা শেষে ১৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাও: আনোয়ার হুসাইন, মাও: তরিকুল ইসলামকে সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদক মাও: শহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়ার সহ-সভাপতি মাও: সাইফুজ্জামান, সহ-সভাপতি ক্বারী জালাল উদ্দিন, মাও: ওহেদুজ্জামান, মাও: আবু সাঈদ, সহ সেক্রেটারী মাও: আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মাও: হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক মাও: জয়নুল আবেদীন, সহ দপ্তর সম্পাদক মাও: হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মাও: শোয়াইব আহম্মেদ, সহ প্রচার সম্পাদক হাফেজ আব্দুর রাজ্জাক, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মোজাহিদুর রহমান মুসা, ফতুয়া বিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দিন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাও: আমানতউল্লা প্রমুখ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *