আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। সভাপতিত্ব করেন কৃষিবিদ মাসুদুর রহমান সরকার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন। কর্মসূচিতে আধুনিক কৃষি প্রযুক্তি, টেকসই খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতন করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল (৪ নভেম্বর) সমাপ্ত হবে।



