স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ২ আসনে নির্বাচনী সভায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেছেন যাদের দলে কোন কর্মসূচি নাই, তারাই আমাদের বিরোধিতা করে। গতকাল রবিবার বেলা সাড়ে তিনটায় দর্শনা লোকনাথপুর সৌদি রিসোর্টে আসন পরিচালক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের যে সমস্ত কেন্দ্র দুর্বল আছে আমাদের কাজের অগ্রগতি আরও বৃদ্ধি করতে হবে। জামায়াত বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দিতে চায়। দেশের মানুষ চাঁদাবাজ দেখতে চায় না। চাঁদার জন্য উলঙ্গ করে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা, মানুষ দেখতে চায় না। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চায়। বাংলাদেশের জনগণ মাদক মুক্ত সমাজ দেখতে চায়। ঘুষহীন চাকরি পেতে চায়। ক্ষুধার্তদের মুখে আহার তুলে দিতে চায়। বেকারমুক্ত জীবনযাপন করতে চায়। রাতে আরামে ঘুমাতে চায়। দেশের জনগণ নিরাপদে জীবনযাপন করতে চায়। ডাকাতদের হাত থেকে তাদের কষ্টার্জিত সম্পদের নিরাপত্তা চায়। বিগত ফ্যাসিষ্ট সরকার এ দেশ থেকে ২৫ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে নিয়ে গেছে, সেগুলো ফেরত এনে দেশের উন্নয়নে কাজে লাগতে চায়। বিচারের নামে প্রহসন দেখতে চায় না। ন্যায়বিচার সুরক্ষিত করতে চায়। জুলাই বিপ্লবের পর আর লাশ দেখতে চায় না। লেখা-পড়ার পরিবেশ বজায় রাখতে সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রশিবির ভূমিকা পালন করুক দেশের মানুষের প্রত্যাশা। জামায়াত ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জামায়াত কঠোর পরিশ্রম করছে।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, মুফাসসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ দৌলা টিটন, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম,সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, জীবননগর উপজেলা আমীর সাজেদুর রহমানও মাহফুজুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা-২ আসন নির্বাচনী সভায় সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন



