দামুড়হুদায় চাঞ্চল্যকর কৃষক জয়নুল হত্যা মামলার ৩ আসামি ঢাকা উত্তরা থেকে গ্রেফতার  

দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা পুলিশ ঢাকা র‌্যাব-১ এর সহায়তায় গোবিন্দহুদা গ্রামের চাঞ্চল্যকর কৃষক জয়নুল হত্যা মামলার এজহার নামীয় ৩ আসামী সালাম, আবু হেনা ও ফিরোজকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃরা দামুড়হুদা মডেল থানার হত্যা মামলার আসামী ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত ৭ টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঢাকা র‌্যাব-১ ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকা উত্তরা এলাকা থেকে দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জয়নুল হত্যা মামলার নামীয় ৩ আসামী গোবিন্দহুদা গ্রামের আমির হোসেনের ছেলে সালাম, নজিরের ছেলে আবু হেনা ও শহিদুলের ছেলে ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই ঘটনার পরপরই গ্রেফতার এড়াতে ঢাকাতে আত্মগোপনে ছিলো। আসামীদের আনতে রাতেই দামুড়হুদা থানা পুলিশের একটি টিম রাতেই রওনা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়ন গোবিন্দহুদা গ্রামের মাসুম বিল্লাহ মন্টু ও নুরুল হক পেশকার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত ৫০ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর সকল ৮ টার দিকে মন্টু গ্রুপ সমর্থন মাঠের পৃথক পৃথক স্থানে কৃষি কাজ করছিলেন। এসময়  নুরুল হক পেশকারের গ্রুপ পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র, দা, কুড়াল, শাবল, লোহার রড,কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি ভাবে রক্তাক্ত জখম করে খাজা মন্ডল(৫৩), জাহের মন্ডল (৫৯), দিপু (১৭) ও জয়নাুল মন্ডল (৫৭)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে আহত অবস্থায় জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত সকলের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কতব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে আহত সকলের ভর্তি থেকে চিকিৎসা প্রদান করা হয়। এসময় মারাত্মক রক্তান্ত জখম হওয়া জয়নুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঘটনার দিনেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে ৩ জনের অবস্থান অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। এসময় পারিবারিক লোকজন আহত ৩ জনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ৩ জন এখন উল্লেখিতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পরদিন দামুড়হুদা মডেল থানায় নুরুল হক পেশকারকে প্রধান আসামী করে ২৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জয়নুলের ছেলে আব্দুস সালাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *