স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে।
জানা গেছে, গতকাল সাড়ে ৫টার দিকে বোয়ালমারী গ্রামের ছানোয়ারের ছেলে রানা (৩৩) ও মৃত সিদ্দিক মোল্লার ছেলে ছানোয়ার মোল্লা (৪২)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম গ্রেফতারকৃত দুই আসামীকে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অপর দিকে একই গ্রামে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে তারিক আজিজ ওরফে ক্যাপ্টেন (৩৬)কে গ্রেফতার করে। এ সময় দেহ তল্লাশী করে আসামীর পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেটের মধ্যে একটি ছোট কাপড়ের শপিং ব্যাগের মধ্যে থেকে ১৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে-উপ পরিদর্শক কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়েরের কাজ চলমান ছিলো।
অবিযান পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার এবং অন্যান্য স্টাফসহ সঙ্গীয় ফোর্স।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার



