আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টার দিকে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজন করা হয়। খেলায় ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে শুভ উদ্বোধন উনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
মাহমুদ হাসান খান বাবু বলেন, খেলাধুলাকে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করি। খেলাধুলায় আমি অবশ্য সক্রিয় ছিলাম না। আমি প্রতিদিন রাতে শনি ও রবি ফুটবল খেলা দেখি। পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ইংলিশ প্রিমিয়ারলীগ। এ খেলাধুলার সাথে আমি নিজেও একজন হকি খেলোয়ার ছিলাম। এ খেলাধুলার সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই। এর কারণ হলো যত বেশী খেলাধুলায় আমরা সম্পৃক্ত থাকতে পারবো, তত বেশী আমরা মাদক থেকে দুরে থাকতে থাকতে সক্ষ। আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থার এ খেলার আয়োজন করায় তিনি আয়োজককমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ খেলায় আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিম খান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, ইউনিয়ন আমীর অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আব্দুর রহমান, উপজেলা আইসিটি ও প্রচার সম্পাদক হারুন অর রশিদ, কলেজ কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু জাফর ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি।
খেলায় কুষ্টিয়া মাহিমা স্মৃতি সংঘ একাদশ বনাম খুলনা এসবি আলী ফুটবল একাদশ অংশগ্রহন করে। উভায় দল হাড্ডাহাড্ডি লড়াই শেষে খুলনা এসবি আলী ফুটবল একাদশ কুষ্টিয়া মাহিমা স্মৃতি সংঘকে ২-১ গোলে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোল্লা মকলেচুর রহমান টিক্কা ও ধারভাষ্যকর ছিলেন, শেখ রাশেদুজ্জামান।



