আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের পিপিএম এর নেতৃত্বে এসআই আব্দুল মতিন ও পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ফোর্সসহ এলাহিনগর রোড এলাকা থেকে অভিযান চালিয়ে কামালপুর চরপাড়ার মিতু মঞ্জু মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী ফারুক আলী (৪২)কে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।



