চুয়াডাঙ্গার মাদরাসাতুন নূরে নয়জন শিশু ছাত্রের হিফজুল কুরআন সবক গ্রহণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সরকারি ছাগল উন্নয়ন খামারের সন্নিকটে মাদরাসাতুন নূরে গতকাল শনিবার বাদ যোহর এক ধর্মীয় পরিবেশে হিফজুল কুরআন সবক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই  অনুষ্ঠানে মাদ্রাসাটির নয়জন শিশু ছাত্র আনুষ্ঠানিকভাবে কুরআন মুখস্থ করার (হিফজুল কুরআন) সবক গ্রহণ করে। ইলমে দীনের পথে শিশুদের এই প্রথম পদার্পণকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আসাদুল হক ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সবক উদ্বোধন করেন হযরত মাওলানা আব্দুস সামাদ। তিনি ইসলামের প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং কোরআন মুখস্থ করার ফজিলত নিয়ে আলোচনা করেন। তিনি শিশুদের উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সকলের কাছে তাদের জন্য দোয়া চান। মাদ্রাসার শিক্ষক জিনারুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর হাসপাতাল রোড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ, ফজলুল উমুল বহুমুখী মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা জহুরুল ইসলাম আজিজী, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, মুফতি জুনায়েদ আল হাবিবী, মুফতি আব্দুল রাজ্জাক, বিএডিসির সহকারি পরিচালক ইমদাদুল হক, অত্র মাদ্রাসার মোহতামিম মামুনুর রহমান। অতিথিরা সকলেই শিশু ছাত্রদের মেধা ও যোগ্যতার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করলে প্রজন্ম আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই মাদরাসাটি সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবক শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *