স্টাফ রিপোর্টার
অবৈধ অনুপ্রবেশের দায়ে দালালসহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার বিজিবি মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ১ জন দালাল, ২ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযানে যৌন উত্তেজন ট্যাবলেট, মদ ও সিরাপ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর এর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন ভোর ৫টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর কাছে খোসলপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২১৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এছাড়া ভোর রাত ৪টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৭-এস এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ১৭ বোতল ভারতীয় মদ এবং ২০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংঘা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর এর নিকট হুদাপাড়া গ্রামে হাবিলদার তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা গ্রামের দালাল মোঃ উজ্জল মন্ডল (৩৫)সহ, এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটক বাংলাদেশী নাগরিক মোঃ সুমন মন্ডল(১৯) ঝিনাইদহ জেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। একই দিন সকাল ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর নিকট খোসলপুর গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু। আটক পুরুষ সোলায়মান তালুকদার (২৭) ফরিদপুর জেলার বাসিন্দা।



