কেডিকে প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেডিকে ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে আবু সামা টোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাষ্টার, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ রাজীব তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের প্রতিপক্ষ এখন বাংলাদেশ জামায়াতে ইসলাম, এরা বিভিন্ন কৌশল নিয়েছে তাই আমাদেরকে আরো সতর্ক হতে হবে, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করে মাহমুদ হাসান খান বাবু ভাইকে আমাদের নেতা করতে হবে। বিগত দিনে তিনি আমাদের পাশে ছিলো এখনো আছে ভবিষ্যতেও থাকবে। নির্বাচন সামতে তাই সকলকে মাঠ পর্যায়ে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ধানে শীষ প্রতীকে ভোট চাইতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বজলুল রহমান টুটু, সাধারণ সম্পাদক রফিউল আলিম, জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা কাজল আহমেদ ও সুজন আহমেদ, কেডিকে ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জুয়েল রানাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাজন আহমেদ।



