লোকসংস্কৃতিতে শেরে বাংলা গোল্ডেন পদক পেলেন দর্শনার ধীরু বাউল

স্টাফ রিপোর্টার

গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ও লোক ঐতিহ্য দেশ বিদেশে তুলে ধরা- শুদ্ধ ধারার সংস্কৃতির প্রচার প্রসার ও সংগীতের আলো ছড়ানোর অবদান হিসেবে এবার  চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল শেরে বাংলা গোল্ডেন (অ্যাওয়ার্ড) পদক পেয়েছেন। শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা সেগুন বাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ- কে ফজলুল হক এর ১৫২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে দেশের বিভিন্ন অঞ্চলে স্ব স্ব কাজে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাদেরকে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পদক, সম্মান স্মারক, সার্টিফিকেট তুলে দেয়া হয়। শেরে বাংলা এ- কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা এবং তার দৌহিত্র সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, (বাংলাদেশ সুপ্রিম কোট), প্রধান আলোচক অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ মাননীয় উপাচার্য ট্রেজারার (ইবাইস) বিশ্ববিদ্যালয়সহ মান্যবর অতিথিগন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব দেশের মান্যবর গুনিজনদের ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। পরে প্রধান ও বিশেষ অতিথি সারা দেশের ৬৪ জেলার ৬৭ জনকে শের বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পদক হাতে তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এটিএন বাংলার উপস্থাপিকা তানিয়া আফ্রিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *