জীবননগর অফিস
জীবননগর উপজেলায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শুক্রবার সকাল ১০টার সময় জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গ্রামীণ নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়।
জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতে করে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং পরিবার ও সমাজে তাদের আর্থিক অবদান বাড়াবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন এই মেশিন ব্যবহার করে স্বনির্ভর হতে পারেন, সেজন্য ধারাবাহিকভাবে সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা জানান। অনুষ্ঠানটিব সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।



