স্টাফ রিপোর্টার
দর্শনার রুদ্রনগর গ্রামে প্রায় ৬ কেজি রুপা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলো ২ চোরাকারবারী। আটক রুপার মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮ টাকা বলে জানিয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, জেলার দর্শনা থানার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা রুপার একটি চালান পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রুদ্রনগর গ্রামে মাথাভাঙ্গা নদীর পাশে অবস্থান নেয়। বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের দিকে একটি মোটরসাইকেলযোগে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবি চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে। জব্দকৃত মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির ভিতর অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো ভারতীয় রুপা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার বলের ওজন ৫ কেজি ৯১২ গ্রাম। জব্দকৃত রুপা এবং মোটরসাইকেলের সিজার মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮।



