স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গণসংযোগ কালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন বাংলাদেশে দুর্নীতি জুলুম ও বৈষম্য উন্নতির অন্তরায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সাতগাড়ী, কুলচারা, ইসলামপুর(ডোমচারা) ও দিগড়ী গ্রামে তিনি গণসংযোগ করেন ।
গণসংযোগকালে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আরো বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। কিন্তু বৈষম্য, দুর্নীতি ও অন্যায় আজ এই জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক তার প্রাপ্য অধিকার ভোগ করবে—যেখানে শাসনব্যবস্থা হবে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে। “আমাদের রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়। মানুষের কল্যাণ ও সমাজ পরিবর্তনের জন্য। আমরা চাই বঞ্চিত মানুষগুলো আবারও আশা ফিরে পাক, তরুণরা কাজ ও মর্যাদার স্বপ্ন দেখুক, আর দেশের প্রতিটি নাগরিক শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা অনুভব করুক। বৈষম্য, দারিদ্র্য ও অন্যায়ের অবসান ঘটিয়ে একটি ইনসাফ ভিত্তিক , উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাহ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। গণসংযোগ শেষে নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



