মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দালালসহ ১০ বাংলাদেশী আটক, ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দালালসহ ১০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ১ জন ও শিশু রয়েছে ২ জন। এছাড়াও আরো একটি অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

          ৫৮ বিজিবি জানায়, গতকাল বুধবার সকাল ৯টার দিকে জীবননগর উথলী বিওপি’র ৭১/এমপি এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

          অপরদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর নিকট  চাঁপাতলা গ্রামে নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় কুসুমপুর গ্রামের দালাল মোঃ মুকুল হোসেনসহ (৪৪), ১ জন নারীকে আটক করা হয়। গতকাল বুধবার রাত ১টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত-৫৩/১-এস এর নিকট  মকরধ্বজপুর গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বরগুনা জেলার অজয় কুমার হাওলাদার (৩৭) ও গোপালগঞ্জ জেলার রিপন মৃধা (২৮)। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত-৬০/৩৭-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন শিশু। এদের মধ্যে কক্সবাজার জেলার ইউসুফ গণী (৫৪), সিলেট জেলার নুর আলম (২৬), গোপালগঞ্জ জেলার সুমতি বিশ্বাস (২৪) ও জয়ন্ত বিশ্বাস (২৫)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *