স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দালালসহ ১০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ১ জন ও শিশু রয়েছে ২ জন। এছাড়াও আরো একটি অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবি জানায়, গতকাল বুধবার সকাল ৯টার দিকে জীবননগর উথলী বিওপি’র ৭১/এমপি এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর নিকট চাঁপাতলা গ্রামে নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় কুসুমপুর গ্রামের দালাল মোঃ মুকুল হোসেনসহ (৪৪), ১ জন নারীকে আটক করা হয়। গতকাল বুধবার রাত ১টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত-৫৩/১-এস এর নিকট মকরধ্বজপুর গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বরগুনা জেলার অজয় কুমার হাওলাদার (৩৭) ও গোপালগঞ্জ জেলার রিপন মৃধা (২৮)। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত-৬০/৩৭-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন শিশু। এদের মধ্যে কক্সবাজার জেলার ইউসুফ গণী (৫৪), সিলেট জেলার নুর আলম (২৬), গোপালগঞ্জ জেলার সুমতি বিশ্বাস (২৪) ও জয়ন্ত বিশ্বাস (২৫)।



