চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমিসেবা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমিসেবা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন, মানোন্নীত সফটওয়্যার এর কারিগরি পরিচালনা ও অটোমেটেড ভূমিসেবা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ভূমি অফিস এবং রাজস্ব শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

          গত ২৮ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় হালনাগাদকৃত মিউটেশন সফটওয়্যার (ভার্সন ২.১)-এর বিভিন্ন কার্যকর দিক, সফটওয়্যার ব্যবহারের পদ্ধতি, ডেটা এন্ট্রি, অনলাইন আবেদন প্রক্রিয়াকরণ এবং ভূমিসেবা প্রদানে ডিজিটাল ব্যবস্থাপনার কারিগরি দিক সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *