আন্দুলবাড়িয়ায় শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীর ইন্তেকাল

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়ায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্স ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন। মুত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। প্রিয় শিক্ষকের আকস্মিক মুত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের শিক্ষা প্রতিষ্ঠান আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে জানাজা শেষে মিস্ত্রিপাড়া গোরস্থানে দাফন করা হবে। তিনি আন্দুলবাড়িয়াগ্রামের মিস্ত্রিপাড়ার মৃত করিম মন্ডলের ছেলে।
আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুতুব উদ্দিন সরকার জানান, সহকারী ইংরাজী শিক্ষক আব্দুল বারী ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি ২০০৫ সালের ২০ অক্টোবর বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। মুত্যুকালে স্ত্রী, এক ছেলে, আট মেয়ে নাতি নাতকুঁিড় সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *